Jamaica Farewell: Literal Bengali Translation by Susmita Basu

পথ চলে যেথা নৈশ ঢল,
রবি ওঠে সেথা আহা কি উজ্জ্বল !
পাড়ি দিতে সাগর চলতি নায়ে--
সেদিন থেমেছি আমি জ্যামাইকায়।

বিষাদে আবার ধরি সে পথ।
দূরে যাবে কতদিন সেই জগৎ?
অবশ হৃদয় তবু পিছনে চায়--
সেই বালিকায় মন উতল হায়!

হাটের পথে কত হাটুরে ডাক!
মাথায় মেয়েরা তুলে নেয় পসরা ঝাঁক।
আর দারুণ ভাতে নোনা মাছের ঝোল;
সঙ্গী মদিরায় হয় মন পাগল।

হাসিতে উচ্ছল চতুর্দিক--
নর্ত্তকীর দল আহা কি সুরসিক!
মন অন্য কোথা যে যায় না কো,
তবু ভাসি মেইন্ থেকে মেক্সিকো।।


ছন্দোবিভাগ

আ হা || {প থ্ চ | লে ০ | যে থা || নো ই শ | ঢ ল্ | র বি || ও ঠে ০ | সে থা | আ হা || কি উ জ্ | জ ল্ | পা ড়ি ||

|| দি তে ০ | সা ০ | গ র্ || চ ল্ তি | না য়্ | সে দিন্ || থে মে ছি | - | মি - || জ্যা মা ই | কা য়্ | (আ হা )}| হা য় ||

|| {বি ষা দে | আ ০ | বা র্ || ধ রি | সে প থ্ | দূ ০ || রে যা বে | ক ত | দি ন্ || সে ই জ | গ ৎ | অ বশ্ ||

|| হৃ দ য়্ | ত ০ | বু ০ || পি ছ নে | চা য়্ | সে ই || বা ০ লি | কা য়্ | ম ন্ || উ ত ল্ | হা য়্ | (হা য় )}| আ হা ||



|| {হা টে র্ | প থে | ক ত | হা টু রে | ডা ক্ | মা থায়্ || মে য়ে রা | তু লে | নে য়্ || প স রা | ঝাঁ ক্ | আ র্ ||

|| দা রু ণ্ | ভা তে | নো না || মা ছে র্ | ঝো ল্ | স ঙ্ | গী ম দি | রা য়্ | হ য়্ || ম ন্ পা | গ ল্ | (আ হা )}| হা য় ||

|| {বি ষা দে | আ ০ | বা র্ || ধ রি | সে প থ্ | দূ ০ || রে যা বে | ক ত | দি ন্ || সে ই জ | গ ৎ | অ বশ্ ||

|| হৃ দ য়্ | ত ০ | বু ০ || পি ছ নে | চা য়্ | সে ই || বা ০ লি | কা য়্ | ম ন্ || উ ত ল্ | হা য়্ | (হা য় )}| আ হা ||


|| {হা সি তে | উ চ্ | ছ ল্ || চ তু র্ | দি ক্ | ন র্ || ত কী র্ | দ ল্ | আ হা || কি সু র | সি ক্ | ম ন্ ||

|| অ ন্ নো | কো থা | যে ০ || যা য়্ না | কো ০ | ত বু || ভা সি মে | ই ন্ | থে কে || মে ক্ সি | কো ০ | (আ হা )}| হা য় ||

|| {বি ষা দে | আ ০ | বা র্ || ধ রি | সে প থ্ | দূ ০ || রে যা বে | ক ত | দি ন্ || সে ই জ | গ ৎ | অ বশ্ ||


|| হৃ দ য়্ | ত ০ | বু ০ || পি ছ নে | চা য়্ | সে ই || বা ০ লি | কা য়্ | ম ন্ || উ ত ল্ | হা য়্ | (হা য় )}| ০ ০ ||

Comments

Popular posts from this blog

বহু মনোরথে

"আয় রে কে যাবি কে আয়" কথা ও সুর: প্রতুল মুখোপাধ্যায়