Posts

Showing posts from October, 2018

"আয় রে কে যাবি কে আয়" কথা ও সুর: প্রতুল মুখোপাধ্যায়

আয় রে কে যাবি কে আয়— আমাদের ভালোবাসার নায়ে। আয় রে ভাসাই তরণী এই গহীন দরিয়ায়। আয় রে একসাথে দাঁড় বাই ; আয় রে একসাথে গান গাই। হেঁইও হো হো হেঁইও হেঁইও হো ! হেঁইও হো হো হেঁইও হেঁইও হো ! দেখব নীল আকাশ কোথায় নদীর আঁচল ছুঁয়ে যায় ! দেখব সোনা সোনা রোদ নদীতে সোনা রঙ ছড়ায়। আয় রে একসাথে দাঁড় বাই ; আয় রে একসাথে গান গাই। হেঁইও হো হো হেঁইও হেঁইও হো ! হেঁইও হো হো হেঁইও হেঁইও হো ! দুধারে সাদা কাশের ফুল দুলছে কোন্ খুশির হাওয়ায় ! আকাশে সাদা পাখির দল উড়ছে দূর মেঘের মায়ায়। আয় রে একসাথে দাঁড় বাই ; আয় রে একসাথে গান গাই। হেঁইও হো হো হেঁইও হেঁইও হো ! হেঁইও হো হো হেঁইও হেঁইও হো ! যখন রাত হাসে জোছনায় তখন অন্ধকার ঘনায় । দুলব এই ঢেউয়ের দোলায় ভুলব ভয় আর ভাবনা! আয় রে একসাথে দাঁড় বাই ; আয় রে একসাথে গান গাই। হেঁইও হো হো হেঁইও হেঁইও হো ! হেঁইও হো হো হেঁইও হেঁইও হো ! [তোর্ষা মুখোপাধ্যায়ের কণ্ঠে গানটি--  https://www.youtube.com/watch?v=W-KBgWPvsuE ]