Posts

Showing posts from 2015

বহু মনোরথে

সুর: দেবজ্যোতি মিশ্র কথা: ঋতুপর্ণ ঘোষ কণ্ঠ: শুভমিতা বন্দ্যোপাধ্যায় বহু মনোরথে সাজু অভিসারে পেহলু সুনীল বেশ| কাজর নয়নে সলাজ বয়ানে কুসুমে সজানু কেশ সখি হম মোহন অভিসারে জাউঁ... বোলো হম এতক সুখ কহাঁ পাউঁ? যমুনার পার গহন অঁধার ঘনমে পবন মাঝে পিয়া সেথা মোর বেদনা-কাতর মোহে লাগি বৈঠে আছে| সখি হম মোহন অভিসারে জাউঁ... বোলো হম এতক সুখ কহাঁ পাউঁ? সখি চির অভাগিনী হম— বৈঠে একাকিনী পোহানু রজনী তবু না আইল শ্যাম সখি চির অভাগিনী হম কৃষ্ণ-কাজল পিঘল সজল নয়নের নীর-ধারে এ কঠিন পথ বৃথা মনোরথ বিফল অভিসারে— সখি হম কবহুঁ ন অভিসারে জাউঁ দুখ লাজ এতক সহ নাহি পাউঁ বৃথা মনোরথে সাজো অভিসারে পহলু সুনীল বেশ কাজর নয়ানে সগাজ বয়ানে কুসুমে সাজানু কেশ ফির আজু মোহন অভিসারে জাউঁ সখি বোল এতক দুখ কহাঁ পাউঁ||