"আয় রে কে যাবি কে আয়" কথা ও সুর: প্রতুল মুখোপাধ্যায়


আয় রে কে যাবি কে আয়—
আমাদের ভালোবাসার নায়ে।
আয় রে ভাসাই তরণী
এই গহীন দরিয়ায়।
আয় রে একসাথে দাঁড় বাই;
আয় রে একসাথে গান গাই।
হেঁইও হো হো হেঁইও হেঁইও হো!
হেঁইও হো হো হেঁইও হেঁইও হো!

দেখব নীল আকাশ কোথায়
নদীর আঁচল ছুঁয়ে যায়!
দেখব সোনা সোনা রোদ
নদীতে সোনা রঙ ছড়ায়।
আয় রে একসাথে দাঁড় বাই;
আয় রে একসাথে গান গাই।
হেঁইও হো হো হেঁইও হেঁইও হো!
হেঁইও হো হো হেঁইও হেঁইও হো!

দুধারে সাদা কাশের ফুল
দুলছে কোন্ খুশির হাওয়ায়!
আকাশে সাদা পাখির দল
উড়ছে দূর মেঘের মায়ায়।
আয় রে একসাথে দাঁড় বাই;
আয় রে একসাথে গান গাই।
হেঁইও হো হো হেঁইও হেঁইও হো!
হেঁইও হো হো হেঁইও হেঁইও হো!

যখন রাত হাসে জোছনায়
তখন অন্ধকার ঘনায়
দুলব এই ঢেউয়ের দোলায়
ভুলব ভয় আর ভাবনা!
আয় রে একসাথে দাঁড় বাই;
আয় রে একসাথে গান গাই।
হেঁইও হো হো হেঁইও হেঁইও হো!
হেঁইও হো হো হেঁইও হেঁইও হো!

[তোর্সা চক্রবর্তীর কণ্ঠে  গানটি-- https://www.youtube.com/watch?v=W-KBgWPvsuE]

Comments

Popular posts from this blog

বহু মনোরথে

আমায় ডুবাইলি রে: English Translation by Susmita Basu